ads


রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৭ লাখ টাকা থানায় জমা দিলেন রাজশাহীর শিক্ষার্থীরা আগস্ট ২০২৪


 রাজশাহীতে ১৭ লাখ ৯২ হাজার টাকা ও একটি ধাতব বস্তু কুড়িয়ে পাওয়ার পর সেগুলো থানায় জমা দিয়েছেন কিছু শিক্ষার্থী। ধাতব বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি পিতলের। আজ রোববার ভোর পাঁচটার দিকে নগরের ভদ্রা এলাকার একটি গলিতে টাকাভর্তি ব্যাগটি পাওয়া যায়। পরে, বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী এই টাকাগুলো নগরের বোয়ালিয়া থানায় নিয়ে জমা দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের সামনে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন। নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ ১০-১২ জন শিক্ষার্থী, যাদের বাড়ি নগরের ভদ্রা এলাকায়, এই টাকা জমা দিতে এসেছিলেন।

শিক্ষার্থী আকাশ আলী জানান, নিরাপত্তার জন্য তাঁরা রাতভর ভদ্রা এলাকায় অবস্থান করছিলেন। রাতের ডিউটি শেষ করে ভোরে বাসায় ফেরার সময় তাঁরা একটি ছাত্রাবাসের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগটিতে লাথি দেওয়ার পর তাঁরা বুঝতে পারেন ভেতরে কিছু আছে। খুলে দেখা যায়, ব্যাগটিতে ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডিল রয়েছে, যার মোট পরিমাণ ১৭ লাখ ৯২ হাজার টাকা। এছাড়া ব্যাগে সোনালি রঙের একটি ধাতব বস্তু পাওয়া যায়, যাতে ১৮টি ছিদ্র রয়েছে। শিক্ষার্থীরা ধারণা করছেন, এটি কোনো সংকেত হতে পারে। পরে তাঁরা থানায় এসে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সবকিছু জমা দেন।

Post a Comment

0 Comments