ব্যাটারি চালিত রিকশা চালকরা আন্দোলন শুরু করছে (তারিখঃ ২৬ আগস্ট ২০২৪)
বাংলাদেশের ক্রান্তিকালে যারা অহেতুক আন্দোলনে লিপ্ত তাদের কোন দেশ প্রেম নাই । দেশের কল্যাণে তাদের কোন অবদানও নাই । এই ধরনের জনতা শুধু খিচড়ী বা ২০০ টাকা পেলে নিজেদের বিবেক বিক্রি করে দেয় ও দেশকে অশান্ত করে খেলায় মেতে ওঠে । এ প্রেক্ষিতে সরকারকে কঠিন ভাবে উগ্রো-আন্দোলনকারীদের দমন করতে হবে । বর্তমান একটা বিষয় পরিস্কার যে এদের পিছনে কিছু মাস্টার মাইন্ড কাজ করছে । এদের পদচারণা ও একত্রীভূত খুবই বিপদজনক দেশের জন্য ।
0 Comments